ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বন্ধুর বন্ধন ফেনীর আয়োজনে তিন দিনব্যাপী বার্ষিক আনন্দ ভ্রমন ৭-৯ ফেব্রুয়ারী বিশ্বের অন্যতম সমুদ্র সৈকত কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। এতে বন্ধুর বন্ধনের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ, সদস্যরা, শুভানুধ্যায়ী ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহনে মিলনমেলায় পরিণত হয়।
বনভোজনে অংশগ্রহনকারীরা সমুদ্র সৈকত পরিদর্শনের পাশাপাশি নানা আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহন করে আনন্দে মেতে উঠেন। প্রীতি ফুটবল ম্যাচ, দৌঁড় প্রতিযোগিতা, শিশুদের অংশগ্রহনে মুরগির লড়াই, গজল, কবিতা, নাচ, গান, ছড়া প্রতিযোগিতা, মহিলাদের সুঁই সুতা, বালিশ ও চেয়ার খেলা শেষে মনোমুগদ্ধকর আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অংশগ্রহনকারীদের আনন্দ বেড়ে যায়। বনভোজনে স্বাগত বক্তব্য রাখেন বন্ধুর বন্ধনের স্বপ্নদ্রষ্টা ও প্রধান সংগঠক নাজমুল করিম ভূঞা সুমন।
সংগঠনের কেন্দ্রিয় কমিটির সভাপতি সাফায়েত উল্যাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জি.এম তাজ উদ্দিন পলাশের পরিচালনায় আনন্দভ্রমনে অংশ নেয় বন্ধুর বন্ধনের সংগঠক সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল অ্যাডভোকেট এম. সাইফুল আলম ও রোটারিয়ান জালাল উদ্দিন বাবলু, জেলা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, আনন্দভ্রমন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জসিম উদ্দিন, ঢাকা বিভাগীয় কমিটির তাহের উদ্দিন, ফেনী সদর কমিটির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, দাগনভূঞা উপজেলা কমিটির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সোনাগাজী উপজেলা কমিটির সভাপতি আলা উদ্দিন খোন্দকার, পরশুরাম সভাপতি ইয়াসিন শরীফ মজুমদার, পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, বিশিষ্ট সমাজসেবক মোশারফ হোসেন রিপন প্রমুখ।
আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেয় দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, দৈনিক নয়া পয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারী, সাপ্তাহিক স্বদেশ পত্রের সম্পাদক এন. এন জীবন, দ্য ডেইলি সান ফেনী করসপনডেন্ট ও ফেনী ট্রিবিউন এডিটর আবদুল্লাহ আল-মামুন, দৈনিক মানব জমিন ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, আমাদের নতুন সময় ফেনী প্রতিনিধি এম. এমরান পাটোয়ারী, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি শেখ আবদুল হান্নান প্রমুখ।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি