আগামী ১৬ ফেব্রুয়ারী রোববার বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল খেলা ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজ বিরলী আদর্শ উচ্চ বিদ্যালয় এর মধ্যে। খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করবেন ফেনী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. ওয়াহিদজজামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেনী পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ. সভাপতি খোন্দকার নুরুন্নবী বিপিএম, পিপিএম।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ফেনী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবারের খেলা ফেনীর ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। খেলায় এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় ৬ উইকেটে জয় লাভ করেছে।
প্রাইম ব্যাংকের সহযোগিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করে লেমুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ৩৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে। জবাবে ভোর বাজার এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় ১৯.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে। রাশেদুল ৩৮ বলে ৬৫ রান করে, সংগ্রহ করে ব্যক্তিগত সর্বোচ্চ রান।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি