পরশুরাম নজরুল একাডেমির সাংস্কৃতিক কর্মীদের মাঝে সম্মননা ক্রেষ্ট ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ইয়াছমিন আকতারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহামেদ চৌধুরী সাজেল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নু এমং মারমা মং,জেলা পরিষদ সদস্য নিলুফা করিম মজুমদার।
অতিথিরা পরশুরাম নজরুল একাডেমির সদস্য, বিভিন্ন বিভাগের প্রশিক্ষক, সংগীত, নৃত্য শিল্পীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট ও পুরস্কার তুলে দেন।
পরশুরাম নজরুল একাডেমির পক্ষ থেকে পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহামেদ চৌধুরী সাজেল, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াছমিন আকতার সহ অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ফেনী ট্রিবিউন/এএএম/এপি