ফেনীর পরশুরামে ঘূর্ণিঝড় বুলবুল এ ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ভূট্টা, মুগ, সবজির বীজ, সার ও নগদ অর্থ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার শেখ কামাল মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ইয়াছমিন আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ভাইস-চেয়ারম্যান এনামুল করিম মজুমদার (বাদল), উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. কামরুজ্জামান।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি