আজ

  • শনিবার
  • ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দেশে কারো করোনা ভাইরাস পাওয়া যায়নি

  • নিজস্ব প্রতিবেদক
  • সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেবরিনা ফ্লোরা জানিয়েছেন, নভেল করোনাভাইরাস সন্দেহে দেশে এ পর্যন্ত ৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের কারোর মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়নি।

    তিনি বলেন, আরো তিনজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যেগুলোর ফলাফল এখনো হাতে পাওয়া যায়নি।

    বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরে ড. মীরজাদী সেবরিনা ফ্লোরা এসব তথ্য জানান।

    এ সময় তিনি বলেন, আশকোনা হাজি ক্যাম্প ও সিএমএইচ-এ থাকা চীনফেরত সবাই আগামী শনিবার নাগাদ যার যার বাসা-বাড়িতে যেতে পারবেন বলে আশা করি। এক্ষেত্রে তাদের সঙ্গে তাদের স্বজন বা সাধারণ যেকোনো মানুষের সংস্পর্শে থাকা কোনো সমস্যা নেই। অর্থাৎ এখন পর্যন্ত তারা পুরোপুরি সুস্থ আছেন কারোর মধ্যেই করোনাভাইরাস পাওয়া যায়নি। শনিবার সবকিছু ঠিকঠাক থাকলে এমন সুস্থভাবেই তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন।

    অন্যদিকে সিঙ্গাপুরে করোনাভাইরাস আক্রান্ত বাংলাদেশি দুই নাগরিকের একজন আইসিইউতে আছে, অন্যজন সাধারণ আইসোলেশন এমএ তে ভর্তি আছেন। বাকি ১০ জনও সিঙ্গাপুর সরকারের ব্যবস্থাপনায় কোয়ারান্টিনে রয়েছেন।

    ফেনী ট্রিবিউন/এসআই/এএএম


    error: Content is protected !! please contact me 01718066090