ফেনী সদর উপজেলার রতনপুরের তালতলায় সোমবার দুপুরে গাড়ির টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানায় অভিযান চালিয়ে সোহান এন্টারপ্রাইজকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা দাশ।
ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা দাশ জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে ৮ থেকে ১০ টন গাড়ির টায়ার পুড়িয়ে তৈরি করা হয় ২ হাজার থেকে আড়াই হাজার লিটার তেল। যা ব্যবহার করা হয় রাস্তা তৈরিতে। এর জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে লাকড়ি। এর দূষণ ও ধোঁয়ায় মারাত্মক ক্ষতিগ্রস্থ হচ্ছে পরিবেশ। সোহান এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ অনুসারে ১ লাখ টাকা জরিমানা করা হয় ও কারখানাটি বন্ধ করে দেয়া হয়।
অভিযানে ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি