বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ উপলক্ষে ফেনীতে সোমবার সকালে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে শেষ হয়।
শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন ফেনী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. ওয়াহিদুজজামান, ফেনীর পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নুরুন্নবী খোন্দকার, সহ-সভাপতি কেবিএম জাহাঙ্গীর আলম, গোলাম রাব্বানী, মো. মজিবুল হক রিপন, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিম, দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক আবু তাহের, সদস্য আবদুল মোতালেব হুমায়ুন, মো. আজম চৌধুরী, বাহার উদ্দিন বাহার, দিপক চন্দ্র নাথ, মিজানুর রহমান হাজারী, নুরুল আফছার কবির শাহজাদা, আশ্রাফুল আনোয়ার শিমুল, মো. নাজিম উদ্দিন মজুমদার, তৌহিদুল ইসলাম তুহিন, বেগম শামীম আক্তার, খাদিজা আক্তার খানম রুনা, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব, ফেনী ফেন্ডশীপ ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম অপু ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য, সাংবাদিকসহ ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
উল্লেখ্য, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে আগামী ১৭ জানুয়ারি সারাদেশে একযোগে শুরু হবে ‘বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ’।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি