ফেনীতে সরকারী ইজারার বাইরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাঁড়াশি অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ইজারার বাইরে বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি আমার দৃষ্টিতে এসেছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেন।
জেলা প্রশাসক আরো বলেন, ফেনী শহরে যত্রতত্র পোষ্টার, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডের কারনে শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে পৌর মেয়রকে নির্দেশ দেন। ফেনীতে অনুনোমোদিত যেসব হারবাল কোম্পানি আছে সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক সভাপতির বক্তব্য রাখেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: গোলাম জাকারিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, ৪ বিজিবির অধিনায়ক লে: কর্নেল কামরুজ্জামান, সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান, ফেনীস্থ র্যাব-৭ এর কোম্পানী অধিনায়ক মো: নুরুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্যাহ, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল করিম প্রমুখ।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি