আজ

  • শুক্রবার
  • ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পরশুরামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসি সভা

  • নিজস্ব প্রতিনিধি
  • পরশুরামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসি সভা রবিবার পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. আবদুল খালেক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. গাজী গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন ডা. মো. আফতাবউল আলম, উপজেলা শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকির হোসেন চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার শরীয়ত উল্যাহ, বর্ণমালা পাঠশালা স্কুলের প্রতিষ্ঠাতা পেয়ার আহাম্মদ চৌধুরী প্রমুখ।

    এডভোকেসি সভায় জানানো হয়- আগামী ১৯ জানুয়ারি পরশুরাম উপজেলায় ১০৩টি কেন্দ্রে ১৬ হাজার ৫শ ২১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

    সম্পাদনা : এএএম/এমপি


    error: Content is protected !! please contact me 01718066090