আজ

  • সোমবার
  • ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

গজারিয়ায় এস.এন ফুড এন্ড কনজিউমার কোম্পানীর শুভ উদ্বোধন

  • দাগনভূঞা প্রতিনিধি
  • ফেনীর দাগনভূঞা উপজেলার গজারিয়া পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নে এস.এন ফুড এন্ড কনজিউমার প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড কোম্পানির (হাওয়া ব্যান্ড) শুভ উদ্বোধন সোমবার বাদ এশা হাকিম ম্যানশনে অনুষ্ঠিত হয়েছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রায়হান। গজারিয়া ওয়ার্ডের মেম্বার আইয়ুব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গজারিয়া হাইস্কুলের উদ্যোক্তা ও সমাজসেবক মো. নুর নবী, গজারিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি আলী হোসেন, এস.এন ফুড এন্ড কনজিউমার প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড কোম্পানীর স্বত্বাধিকারী সাহাব উদ্দিনের পিতা আবদুল খালেক পঞ্চায়েত।

    বীকন মডেল কলেজের প্রভাষক ও দীপ্ত টিভি, ডেইলি সানের রিপোর্টার আবদুল্লাহ আল-মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন এস.এন ফুড এন্ড কনজিউমার প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড কোম্পানীর চেয়ারম্যান সাহাব উদ্দিন, গজারিয়া বাজার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি কাজী আব্দুল মতিন ভূঁইয়া, সিলোনিয়া হাই স্কুলের শিক্ষক গিয়াস উদ্দিন ও আরিফুর রহমান, বিকিরণ কিন্ডারগার্ডেনের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন। এসময় ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে দোয়া পরিচালনা করবেন কাজী আব্দুল মতিন ভূঁইয়া।

    এস.এন ফুড এন্ড কনজিউমার প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড কোম্পানীর স্বত্বাধিকারী সাহাব উদ্দিন বলেন, এই প্রতিষ্ঠানটি আমার এলাকার প্রতি যে বিশেষ টান, সেই চিন্তা থেকে আমি গজারিয়ায় এই অফিসটা উদ্বোধন করতে যাচ্ছি। প্রতিষ্ঠানটি আমার নয়, এলাকার সকল মানুষের। আপনাদের সকলের সহযোগিতা প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যেতে চাই।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090