কাতারে ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম এর দ্বি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরের সরাসরি ভোটে নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয়েছে। গনতান্ত্রিক উপায়ে, কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন সভাপতি পদে মোকাররম আলী চৌধুরী সাহাদ, সাধারন সম্পাদক এ বি এম দিদারুল আলম আরজু, সাংগঠনিক সম্পাদক মো. ফরহাদ হোসেন।
কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন- যথাক্রমে সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির, সহ-সভাপতি এয়াছিন হোসেন রুবেল, সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মেসবাহ উদ্দিন আহমেদ রনি।
শুক্রবার কাতারের ঐতিহ্যবাহী খামিরজুমা মার্কেটের আল বাইয়ান রেস্টুরেন্টে দিনব্যাপী এই দ্বি-বার্ষিক সম্মেলনে সরাসরি ভোটের মধ্যমে নির্বাচিত হয় ৭টি পদ।
আগামী ১৫ দিনের মধ্যে পুনাঙ্গ কমিটি গঠন হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি মোকাররম আলি চৌধুরী ও সাধারণ সম্পাদক দিদারুল আলম আরজু।
নির্বাচন পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা জসিম উদ্দিন লস্কর, উপদেষ্টা কাজী শাহজাহান ও সাবেক ছাত্রনেতা সাইফ উদ্দিন লিটন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি