আজ

  • বৃহস্পতিবার
  • ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোনাগাজীতে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতাসহ আহত ৫

  • সোনাগাজী প্রতিনিধি
  • সোনাগাজীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতাসহ একই পরিবারের পাঁচজন আহত হয়েছে। এসময় সন্ত্রাসীরা তাঁদের বাড়ি ঘরে ব্যাপক ভাঙ্গচুর করে। মঙ্গলবার রাতে উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চর লক্ষীগঞ্জ এলাকায় এঘটনা ঘটে।

    হামলায় আহতরা হলেন- চর লক্ষীগঞ্জ ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোশাররফ হোসেন (২৬), তাঁরা মা পারুল বেগম (৪৮), বাবা নুর নবী (৫৫), তাঁর ভাবি রুবি আক্তার (৩০), কনিকা আক্তার (২৮)।
    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার চর লক্ষীগঞ্জ এলাকার নুর নবীর সঙ্গে ক্রয়কৃত আটশত জমি নিয়ে দীর্ঘদিন ধরে পাশ্ববর্তী আবুল খায়েরের পরিবারের বিরোধ চলে আসছে। বিরোধ পূর্ণ জমি নিয়ে স্থানীয় ভাবে একাধিবার শালিসী বৈঠক হয়। বৈঠকে উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে পরিমাপ শেষে শালিশদাররা নুর নবীর পক্ষে রায় দেন। কিন্তু বৈঠকে বসলেও কোন ভাবে আবুল খায়েরের পরিবারের সদস্যরা পঞ্চায়েতদের রায় মেনে নেয় না। উক্ত জমি নিয়ে বর্তমানে আদালতে আটটি মামলা বিচারাধিন রয়েছে।
    মঙ্গলবার সন্ধ্যায় বিরোধ পূর্ণ জমির বিষয় নিয়ে নুর নবী ও আবুল খায়েরের কথা কাটাকাটি করে দুইজন দুই দিকে চলে যায়। রাত দশটার দিকে পূর্ব পরিকল্পিত ভাবে আবুল খায়েরের ছেলে আবু সাঈদের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসী শাহাদাত হোসেন, জাহাঙ্গীর আলম,মো. জাহেদ, আবুল বাশার ও হাফেজ আহম্মদসহ ১৮-২০জনের একদল সশস্ত্র সন্ত্রাসী ছাত্রলীগ নেতা মোশাররফের বাড়িতে গিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙ্গচুর করে। এসময় বাধাঁ দিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মোশাররফকে গুরুত্ব আহত করে। পরে সন্ত্রাসীরা তাঁর মা-বাবাসহ পরিবারের সদস্যদেরকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। এসময় আহতদের চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়।
    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আবদুল কুদ্দুস বলেন, আহতদের মধ্যে মোশাররফ হোসেনের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্ব জখম হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কা জনক হওয়া প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ফেনী সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
    সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুজন হালদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    সম্পাদনা : এএএম/এসকে


    error: Content is protected !! please contact me 01718066090