আজ

  • রবিবার
  • ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

“এখন কাজ হচ্ছে জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর” -ডিসি শাহীনা আক্তার

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেছেন, বর্তমান সময়ে বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তবে এই জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের মাধ্যমেই একটি দেশের সর্বাত্মক উন্নতি সম্ভব। তবে এর জন্য প্রয়োজন এই জনগোষ্ঠীর উন্নত জীবনমানের জন্য যে পরিমাণ সুযোগ সুবিধা দরকার সেগুলো নিশ্চিত করা। সকল ক্ষেত্রে ধনী-গরিব নির্বিশেষে সকলের অংশগ্রহণ নিশ্চিত এবং এই বৃহৎ জনগোষ্ঠীকে তাদের নিজ নিজ আগ্রহ অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে জীবনমানের উন্নয়ন ঘটানো সম্ভব। এছাড়া তিনি জন্ম নিবন্ধনের পাশাপাশি মৃত্যু নিবন্ধনের বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে হবে।

    ফেনীতে ১১ জুলাই বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    এতে সভাপতিত্ব করেন ফেনী জেলা পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আবু সালেহ মো. ফোরকান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার।

    স্বাগত বক্তব্য রাখেন পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামলী দাস। সহকারী পরিবার-পরিকল্পনা কর্মকর্তা নাসিম উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় সভায় জনসংখ্যারোধে ফেনীতে চলমান বিভিন্ন কার্যক্রম মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করা হয়।

    আলোচনা সভায় বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের, ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করিম উল্যাহ বিকম, মেরী স্টোপস প্রোগ্রাম ম্যানেজার শাহনাজ, সূর্যের হাসি জেলা ব্যবস্থাপক আবু আহমেদ, মাদকমুক্ত বাংলাদেশ কমিটির সভাপতি মোস্তফা মিয়া, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, পরিবার-পরিকল্পনা পরিদর্শক লিটন কুমার মালাকার।

    শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090