আজ

  • শনিবার
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীর ডিসির উদ্যোগে কিডনি রোগীকে চিকিৎসা সহায়তা

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজমান কিডনি রোগে আক্রান্ত আবদুল গনি আরিফের চিকিৎসায় আর্থিক সহযোগীতার জন্য তহবিল সৃষ্টির উদ্যোগ গ্রহন করেন। জেলা প্রশাসক আহবানে ফেনীতে কর্মরত জাতীয় ও স্থানীয় এনজিও সংস্থা সাড়া দিয়ে আর্থিক সহযোগীতার হাত বাড়িয়ে দেন।
    বুধবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃংখলা কমিটির সভায় কিডনি রোগী আবদুল গনি আরিফের হাতে চিকিৎসা অনূদানের অর্থ তুলে দেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজমান ও নবাগত পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী।

    এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পিকেএম এনামুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তফা মোস্তাকুর রহীম খাঁন, ফেনী জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দীন, ফেনী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলসহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও ফেনী জেলা আইনশৃংখলা কমিটির সদস্যবৃন্দ।

    উল্লেখ্য,কিডনি রোগীর আর্থিক সহযোগীতায় সমন্বয়ক ছিলেন এনজিও ফেডারেশনের সদস্য ও যুব অংগনের নির্বাহী সচিব জহির উদ্দিন।

    সম্পাদনা : এএএম/এপি


    error: Content is protected !! please contact me 01718066090