আজ

  • শুক্রবার
  • ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বর্তমান শাসন ব্যবস্থার বিকল্প মডেল অংশীদারত্বমূলক রাজনীতি : শহীদ উদ্দিন স্বপন

  • শহর প্রতিনিধি
  • অংশীদারত্বমূলক রাজনীতির প্রবর্তন করাই হবে দেশের বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে একমাত্র বিকল্প মডেল, এই ব্যবস্থা চালু করার সময়ও ঘনিয়ে আসছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

    ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেছেন, বর্তমান ঔপনিবেশিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে একমাত্র বিকল্প মডেল হলো অংশীদারত্বের গণতন্ত্র বা রাজনৈতিক ব্যবস্থা। এটাই বাংলাদেশের ইতিহাস নির্দিষ্ট গন্তব্য। অংশীদারত্বমূলক রাজনৈতিক ব্যবস্থা চালু করার মাধ্যমে ইতিহাসের বাঁক পরিবর্তনের সময় ঘনিয়ে আসছে। সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য নির্ধারণ করে দেশের ভবিষ্যৎ বিনির্মাণ, রাজনৈতিক, অর্থনৈতিক ও বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ড পরিচালন করতে হবে।

    শনিবার (১১ মার্চ) বিকাল ৪টার দিকে ফেনীর মুক্ত বাজারে ফেনী জেলা জেএসডি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সম্প্রতি দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শহীদ উদ্দিন মাহমুদ স্বপনকে এই সংবর্ধনা দেওয়া হয়।

    শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘আজ দেশে বৈষম্যমূলক জনস্বার্থবিরোধী রাজনীতির যে উত্থান ঘটেছে, তার অবসান জরুরি হয়ে পড়েছে। অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য খর্ব করার মধ্য দিয়ে রাষ্ট্র এবং সমাজের গণতান্ত্রিক রূপান্তর অনিবার্য করে তুলেছে।’

    তিনি বলেন, ‘এই গণতান্ত্রিক রূপান্তর হবে সমাজে বিকশিত পেশাজীবী জনগোষ্ঠীর রাজনৈতিক ক্ষমতা ও কর্তৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে। উৎপাদন এবং জ্ঞানবিজ্ঞান ও প্রযুক্তিতে জড়িত জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক বন্দোবস্ত, স্বাধীনতা, সাম্য, গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করা যাবে না।’

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলা জেএসডি সভাপতি হিরা লাল চক্রবর্তী। জেলার সাধারণ সম্পাদক শামসুদ্দিন মজুমদার সাচ্চুর সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল কবির মানিক, কামাল উদ্দিন মজুমদার সাজু, নুর রহমান চেয়ারম্যান, আইনজীবী সমীর কর প্রমুখ।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090