শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে চলেছে। তার পাশে রয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দলসহ ১৪ দল। উন্নয়নশীল দেশ হিসেবে এগিয়ে নিয়ে যেতে সবাই কাজ করছে। আমাদের বাংলাদেশকে অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে গঠতে হবে। এসব ক্ষেত্রে সংবাদপত্রের ভুমিকা অনস্বীকার্য। আর সংবাদপত্র সত্য গুলোকে তুলে ধরতে পারে। দৈনিক দেশ রূপান্তর পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব কথা বলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) এর সাধারণ সম্পাদক শিরীন আক্তার।
ফেনী রিপোর্টার্স ইউনিটি সভাপতি ও দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি শুকদেব নাথ তপনের সভাপতিত্বে, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ফেনী প্রতিনিধি মো. শফি উল্লাহ রিপনের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) এর সাধারণ সম্পাদক শিরীন আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুষেন চন্দ্র শীল।
সাফল্যের চতুর্থ বছর পেরিয়ে ৫ম বছরে পা রেখেছে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর। এ উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো দেশের বহুল প্রচারিত বাংলা দৈনিক দেশ রূপান্তর পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে রবিবার বিকেলে ফেনী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, সত্য, বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সংবাদ প্রকাশের মাধ্যমে স্বল্পসময়ে দেশব্যাপী ব্যাপক পরিচিতি লাভ করেছে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর। দেশের পরিবর্তন, উন্নয়ন, প্রগতি, অগ্রগতি তুলে ধরতে দেশ রূপান্তরের সঙ্গে সংশ্লিষ্টদের সৃজনশীলতা, সৃষ্টিশীলতা এবং দেশের সার্বিক বিষয়ে দায়িত্বশীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমেই স্বল্পসময়ে তাদের ব্যাপক জনপ্রিয়তা তৈরি করেছে। দেশের বিকাশমান গণমাধ্যম শিল্পের মধ্যে মানুষকে সঠিক তথ্য দিয়ে সম্পৃক্ত করার মধ্য দিয়ে দেশের অগ্রগতিতে ভূমিকাও রাখছে দেশ রূপান্তর।
বক্তারা আরও বলেন, শুরু থেকেই দৈনিক দেশ রূপান্তর দুর্নীতি, অনিয়ম, অন্যায়, সাম্প্রদায়িকতা, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ প্রভৃতির বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।
দেশ রূপান্তর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত থেকে শূভেচ্ছা বক্তব্য রাখেন, দৈনিক ফেনীসময় সম্পাদক শাহাদাত হোসেন, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, দৈনিক স্টার লাইন নির্বাহী সম্পাদক মাইন উদ্দিন, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক যুগান্তর স্টাফ রির্পোটার যতন মজুমদার, দৈনিক ফেনীসময় নির্বাহী সম্পাদক ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক আলী হায়দার মানিক। এ ছাড়া অনুষ্ঠানে ফেনীর কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
এ সময় বক্তরা দেশ রূপান্তরের সার্বিক সফলতা কমনা করেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি