সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ১৫জন প্রশিক্ষিত দুস্থ নারীদের মাঝে বুধবার বিকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সালা উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আবুল কাশেম, বিশেষ অতিথি ছিলেন মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, জেলা পরিষদের নারী সদস্য খোদেজা খানম। সভায় বক্তব্য রাখেন ইউপি সচিব কাজী মিজানুর রহমান। এ সময় ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ১৫জন দুস্থ ও দরিদ্র প্রশিক্ষিত নারীদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে সেলাই মেশিন গুলো বিতরণ করা হয়।
এছাড়া বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে সকলের সহযোগীতা চেয়ে বিভিন্ন বিষয় নিয়ে একই সময়ে বক্তারমুন্সি বাজারে মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ব্যবসায়ীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা সভা করেছেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি