আজ

  • শনিবার
  • ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে ডিপ্লোমা বিএমএ সম্মেলন : প্রদীপ সভাপতি ॥ রশিদ সম্পাদক

  • নিজস্ব প্রতিনিধি
  • বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন ফেনী জেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন ১২ ফেব্রুয়ারি বুধবার শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অথিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজমান। উদ্বোধক ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ফেনী জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. সাহেদুল ইসলাম ভূঞা কাওসার।

    বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের ফেনী জেলার সভাপতি ডা. নুর ইসলামের সভাপতিত্বে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহ-সম্পাদক ডা. প্রদীপ মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনীর সিভিল সার্জন ডা. মো. সাজ্জাদ হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগ ফেনীর উপ-পরিচালক মো. আমিনুল ইসলাম, আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও বিএমএ ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বিমল চন্দ্র দাস, পরিবার পরিকল্পনা ফেনী জেলার ডিস্ট্রিক কনসালটেন্ট ডা. এস.এম আবদুল্লাহ আল মামুন, স্বাচিপ ফেনী জেলা শাখার সহ-সভাপতি ডা. রামপদ সাহা ও দপ্তর সম্পাদক ডা. এস এস আর মাসুদ রানা, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইফতেখার আহম্মদ চৌধুরী, দাগনভূঞা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. খলিলুর রহমান, বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মিজানুর রহমান, যুগ্ম-মহাসচিব দিদারুল আলম ভূঞা।
    এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন ফেনী জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ডা. রবিন্দ্র নাথ দত্ত।

    বিকালে দ্বিতীয় অধীবেশনে সকল সদস্যদের উপস্থিতিতে প্রত্যক্ষ ভোটে দাগনভূঞা উপজেলার ফাজিলেরঘাট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. প্রদীপ মজুমদারকে সভাপতি ও মো. আবদুর রশীদকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090