৪৯ তম চট্রগ্রাম উপ-আঞ্চলিক স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি শীতকালীন ক্রিকেট প্রতিযোগিতা নাসিরাবাদ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ১১ জানুয়ারী অনুষ্ঠিত হয়। ফেনী শাহীন একাডেমী সেমিফাইনালে নোয়াখালী জিলা স্কুলকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উর্তিন্ন হয়।
পরবর্তীতে দুপুর ২ টায় ফেনী শাহীন একাডেমী বনাম কক্সবাজার স্কুলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফেনী শাহীন একাডেমী টসে জিতে নির্ধারিত ৬ ওভারে ৬৫ রান সংগ্রহ করে। রাব্বি ১০,ফাহাদ ৩৫,শাহরিয়ার ১৫ রান করে । ৬৬ রানের টার্গেটে খেলতে নেমে কক্সবাজার স্কুল ৪২ রান করতে সক্ষম হয়। ফেনী শাহীন একাডেমীর বোলার রনি ২ উইকেট, কাউচার ১ উইকেট, মিতুল ২ উইকেট ও শাহরিয়ার ১ উইকেট পায়। ফেনী শাহীন একাডেমী ২২ রানে সহজ ভাবে জয় নিশ্চিত করে।
এতে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী ,পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্রগ্রাম অঞ্চল চট্রগ্রাম এবং বিশেষ অতিথি ছিলেন ড. গাজী গোলাম মাওলা উপ পরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা চট্রগ্রাম অঞ্চল চট্রগ্রাম।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অজন করায় জেলা প্রশাসক ফেনী ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থা ফেনী মো. ওয়াহিদুজজামান ও সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার অভিনন্দন জানান।
ফেনী ট্রিবিউন/ এএএম/এটি