বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি ফেনী জেলা শাখার নির্বাচন রাজাঝির দীঘির পাড়ের জেলা ফুটবল খেলোয়াড কল্যাণ সমিতি কার্যালয়ে শনিবার অনুষ্ঠিত হয়েছে। বেলায়েত হোসেন সভাপতি ও জাহাঙ্গীর আলম সচিব নির্বাচিত হন।
নির্বাচনে চেয়ার প্রতীকে ২০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সদর উপজেলার পাঁচগাছিয়া ইউপি সচিব বেলায়েত হোসেন। প্রতিদ্বন্ধী শামছুল হুদা আনারস প্রতীকে ১৭ ও আবদুল হালিম ছাতা প্রতীকে ৫ ভোট পেয়েছেন। সাধারন সম্পাদক পদে বই প্রতীকে ২৪ ভোট পেয়ে ছাগলনাইয়া শুভপুর ইউপির সচিব জাহাঙ্গীর আলম নির্বাচিত হন। প্রতিদ্বন্ধী জামাল উদ্দিন ফুটবল প্রতীকে ১৭ ভোট পান।
সাংগঠনিক সম্পাদক পদে দেয়াল ঘড়ি প্রতীকে দাগনভূঞার সিন্দুরপুর ইউপি সচিব মো: আব্দুল আলিম নির্বাচিত হন। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের সিএ রুপম চন্দ্র পাল। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. হাবীব উল্যাহ।
ফেনী ট্রিবিউন/আরএইচ/এইচআর/এএএম