‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ এ প্রতিপাদ্য নিয়ে ফেনীর দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধান এবং পৃষ্ঠপোষকতায় ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড’র উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান। উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোজাম্মেল হক চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার কাজী সলিমুল্ল্যাহ, দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম শিকদার, কৃষি অফিসার রাফিউল ইসলাম, রামনগর ইউপি চেয়ারম্যান মাস্টার কামাল উদ্দিন, ইয়াকুবপুর ইউপি চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল ও আতাতুর্ক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন প্রমুখ।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি