ফেনীর দাগনভূঞার গজারিয়ায় অসহায় শীতার্তদের প্রত্যয় ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে রোববার বিকালে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দ্য ডেইলী সানের ফেনী করসপনডেন্ট ও ফেনী ট্রিবিউন এডিটর প্রভাষক আবদুল্লাহ আল-মামুন।
সাপুয়া হাই স্কুলের সিনিয়র শিক্ষক জহির উদ্দিন পলাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিকিরণ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ ও সাপ্তাহিক কলকণ্ঠের সিনিয়র রিপোর্টার মো. জাকির হোসেন, গজারিয়া আদর্শ একাডেমীর অধ্যক্ষ হুমায়ুন কবির।
এ সময় উপস্থিত ছিলেন প্রত্যয় ব্লাড ডোনার ক্লাব উদ্যোক্তা কিবরিয়া ভূঞা, প্রত্যয় ব্লাড ডোনার ক্লাবের সদস্য মো. সজিব ইসলাম, ফিরোজ আহাম্মদ ভূঞা, আবুল হাসনাত, মো. তারেকুর রহমান, হাসিবুল হাসানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে গজারিয়া এলাকার প্রায় ৫০ জন শীতার্ত অসহায় ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র কম্বল তুলে দেন অতিথিবৃন্দ।
প্রসঙ্গত ; ‘হাতে হাত রেখে গাইবো মোরা, মানবতার জয়ধ্বনি’ রক্তের বন্ধনে হোক ভালোবাসার বন্ধন’ শ্লোগানে ২০১৭ সালে প্রত্যয় ব্লাড ডোনার ক্লাব যাত্রা শুরু করে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি