আজ

  • শুক্রবার
  • ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

’সমাজ উন্নয়ন ও পরিবর্তনের জন্য আরো বেশি স্বেচ্ছাসেবী কাজ প্রয়োজন’

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেছেন, স্বেচ্ছাশ্রমে উদ্বুদ্ধ হয়ে যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুর্নগঠন করতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্যোগ গ্রহণ করেছিলেন। তিনি বেশি দিন সময় পাননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব উন্নয়নের মাধ্যমে সেই কাজটি করে যাচ্ছেন। সমাজ উন্নয়ন ও পরিবর্তনের জন্য আরো বেশি স্বেচ্ছাসেবী কাজ প্রয়োজন। এতে স্বপ্নের সোনার বাংলা দ্রুত বাস্তবায়ন হবে।

    আজ সোমবার দুপুরে ফেনীতে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবদের ভূমিকায় জনসচেতনতা মূলক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লিখন বনিকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাইফুদ্দিন মো. হাছান আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আরা জুসি।

    সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুকের পরিচালনায় এছাড়া বক্তব্য রাখেন সূর্যের হাসি সংগঠনের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র মঞ্জু রানী দেবী, অপেক এর প্রধান নির্বাহী আনোয়ারুল আজিম, সবুজ বাংলার নির্বাহী পরিচালক জয়নাল আবদীন রাসেল, আরবান ইয়ুথ সোসাইটির প্রধান নির্বাহী লিয়াকত আলী আরমান, পরিবেশ নেটওয়ার্কের নজরুল ইসলাম মাহমুদ প্রমুখ।

    প্রশিক্ষনে ৪০ জন যুবক-যুবতি অংশ নেন।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090