আজ

  • শনিবার
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দাগনভূঞায় মাদক কারবারে রাজী না হওয়ায় চা দোকানীকে পিটিয়ে জখম

  • দাগনভূঞা প্রতিনিধি
  • দাগনভূঞায় মাদক কারবারে রাজী না হওয়ায় জাহাঙ্গীর আলম (৩০) নামের এক ভ্রাম্যমান চা দোকানীকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে পৌর শহরের ফেনী-মাইজদী সড়কের এফটিসি সংলগ্ন স্থানে।

    ভূক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে পৌরসভার ৩ নং ওয়ার্ডের উত্তর শ্রীধরপুর গ্রামের মৃত. আবদুল মালেকের ছেলে ভ্রাম্যমাণ চা দোকানী জাহাঙ্গীর আলমকে উপজেলার ইয়ারপুর গ্রামের আবদুল মোতালেবের ছেলে দিদার (২২), উত্তর শ্রীধরপুর গ্রামের মৃত. আবুল হোসেনের ছেলে দিদার ওরফে মাছ দিদার (২০), মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে ওমর ফারুখ (৩৫) ও উদরাজপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বাবুল (৩৬) তাকে ইয়াবা বিক্রির প্রস্তাব দেয়।
    এ সময় চা দোকানী জাহাঙ্গীর প্রস্তাব প্রত্যাখ্যান করায় অভিযুক্তরা জোরপূর্বক তাকে ইয়াবা দিয়ে ছবি তুলে ও পিটিয়ে মারাত্মক জখম করে। ঘটনার সময় জাহাঙ্গীরের সাথে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আহতের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরদিন ওই ৪ জন সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

    ভূক্তভোগী জাহাঙ্গীর আলম বলেন, আসামীরা আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। বর্তমানে পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

    দাগনভূঞা থানার ওসি মো. ছালেহ আহম্মদ পাঠান অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

    সম্পাদনা : এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090