আজ

  • বৃহস্পতিবার
  • ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

সোনাগাজীতে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ দিলো শুভসংঘ

  • সোনাগাজী প্রতিনিধি
  • দৈনিক কালের কণ্ঠের শুভসংঘের আয়োজনে সোনাগাজী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে সোনাগাজী প্রি-ক্যাডেট স্কুল মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন সোনাগাজী মো. ছাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবিএম সামছুদ্দিন বাশার।

    কালের কণ্ঠ সোনাগাজী প্রতিনিধি শেখ আবদুল হান্নানের সভাপতিত্বে ও শুভসংঘের সোনাগাজী উপজেলা কমিটির আহবায়ক শাহিদ ফরিদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী প্রি-ক্যাডেট স্কুলের সিনিয়র শিক্ষক ফরহানা আক্তার, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আবুল কাশেম।

    অনুষ্ঠানের প্রধান অতিথি এবিএম সামছুদ্দিন বাশার বলেন, যেকোনো ধরনের শিক্ষা উপকরণ প্রাপ্তি শিক্ষার্থীদের ভালো লেখাপড়া করার ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করে।

    তিনি বলেন, দ্রব্যমূল্যের এই বাজারে সমাজের সবার উচিত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে বই সহ প্রযোজনীয় সব শিক্ষা উপকরণ দিয়ে সহযোগিতা করা।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090