ডেঙ্গু রোধে ফেনী সদর উপজেলার আওতাধীন ১২ ইউনিয়নের সব প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদরাসায় একযোগে সচেতনমূলক কার্যক্রম ও মশক নিধন অভিযান শুরু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। এর আগে বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের সচেতনতামূলক র্যালিতে অংশ নেন তিনি।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্লাহ খোন্দকার, জোসনা আরা বেগম জুসি, ছনুয়া ইউপি চেয়ারম্যান করিম উল্লাহ বিকম, মোটবী ইউপি চেয়ারম্যান হারুন-উর-রশিদ এলএলবি, ধর্মপুর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাকা ও জেলা পরিষদের সদস্য নুরুল আবছার আপন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ড্রেন, ঝোঁপ-ঝাড়, বাসা-বাড়ির আশপাশে ফগার মেশিন দিয়ে এডিস মশার লার্ভা ধ্বংস করা হয়।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি