ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে করোনাভাইরাসের উপসর্গ জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে খায়েজ আহমেদ নামে এক পরিবহন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, ইউনিয়নের দক্ষিণ মরুয়ারচর গ্রামের ডাক্তার আবদুস সোবহানের বাড়ির খায়েজ আহাম্মদ দীর্ঘদিন যাবত জ্বর, কাশি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গে ভুগছিলেন। মঙ্গলবার শারিরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার দুপুরে ওই হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। এর আগে তার শরীরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ছিলো।
তিনি দীর্ঘদিন যাবত ট্রাক পরিবহন ব্যবসার সাথে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ৪ কন্যা সন্তান রেখে গেছেন।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা জানান, বালিগাঁতে খায়েজ আহমেদ নামের এক ব্যক্তি করোনায় উপসর্গে মারা গেছে বলে তিনি শুনেছেন। শুক্রবার রাতেই বিশেষ ব্যবস্থায় মরদেহ দাফন করতে সংশ্লিষ্ট টিমকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে ফেনী জেলা করোনা নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক ডাক্তার সরফুদ্দিন মাহমুদ জানান, শুক্রবার নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ ল্যাব থেকে ফেনী থেকে প্রেরিত আরো ১০৫টি নমুনার ফলাফলে ২৯ জনের পজেটিভ পাওয়া গেছে। এ পর্যন্ত ফেনীতে ৯৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৬৬৫ জন। মারা গেছেন ২১ জন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি