আজ

  • বুধবার
  • ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ওমরাবাদে ঈদ প্রীতি ক্রিকেট ম্যাচে সায়েম-বাপ্পি একাদশ চ্যাম্পিয়ন

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের ওমরাবাদে গ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ আজ বৃহস্পতিবার বিকেলে স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় সিনিয়র দলে সায়েম একাদশ, জুনিয়র দলে বাপ্পি একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ হয়েছে সিয়াম ও সুজন একাদশ।

    এ উপলক্ষে স্থানীয় যুবসমাজ আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দেশবন্ধু গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার ও ওমরাবাদ সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ নুরুল আবছার।

    বিশেষ অতিথি ছিলেন ওমরাবাদ পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি হাফেজ নাসির উদ্দিন, ওমরাবাদ সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি মাহবুবুর রহমান আজাদ, মাওলানা আবদুল আউয়াল পাঞ্জেগানা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ডা. শাহজাহান, ওমরাবাদ সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ও দীপ্ত টিভির প্রতিবেদক প্রভাষক আবদুল্লাহ আল-মামুন, ওমরাবাদ যুব ইসলামী সেবা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মো. গোলাম ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নুরুল হুদা মানিক।

    এ সময় উপস্থিত ছিলেন হাফেজ নাঈম উদ্দিন, সমাজসেবক জালাল আহমদ, রফিকুল ইসলাম সোহাগসহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক।

    প্রীতি ম্যাচে বিজয়ী দল ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090