আজ

  • শুক্রবার
  • ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ফেনীতে বিএনপির মানবন্ধনে ১০ দফা বাস্তবায়ন দাবী নেতাদের

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনী শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় বড় জামে মসজিদের সামনে মানববন্ধন করেছেন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। শনিবার সকালে অনুষ্ঠিত মানববন্ধনে তারা সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের দাবী জানান। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

    জেলা কমিটির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা যুগ্ম-আহবায়ক এম এ খালেক, এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদস্য আকবর হোসেন, পৌর সদস্য সচিব মেজবাহ উদ্দিন, জেলা যুবদল সভাপতি জাকির হোসেন জসিম, ছাত্রদল সভাপতি সালাহউদ্দিন মামুন, মহিলা দল সভাপতি জুলেখা আক্তার ডেইজীপ প্রমুখ।

    বেলা ১১টা থেকে শুরু হওয়া মানববন্ধনে বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ-শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নি:শর্ত মুক্তিসহ ১০ দফা দাবি জানানো হয়।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090