আজ

  • বৃহস্পতিবার
  • ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দাগনভূঞায় নানা আয়োজনে সুরবাণীর চতুর্দশ বর্ষ উদযাপন

  • দাগনভূঞা প্রতিনিধি
  • দাগনভূঞায় নানা আয়োজনের মধ্যদিয়ে সুরবাণী সাংস্কৃতিক কেন্দ্রের চতুর্দশ বর্ষে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    সাংস্কৃতিক কেন্দ্রের চতুর্দশ বর্ষে পদার্পন ও ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সনদ প্রদান, চিত্র প্রদর্শণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার বিকেলে দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুল মিজান মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন।

    দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-সচিব মো. সাইফুল ইসলাম ভূঞা।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুরবাণী সাংস্কৃতিক কেন্দ্রের সমন্বয়ক ও প্রশিক্ষক বাবুল চন্দ্র দাস।

    সুরবাণী সাংস্কৃতিক কেন্দ্রের আবৃত্তি প্রশিক্ষক ইমাম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান ও ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. মির্জা মো. আমির হোসেন প্রমুখ।

    শেষে মনোজ্ঞ সাংগীত পরিবেশন করেন চ্যানেল আইর সেরা কন্ঠ চ্যাম্পিয়ন আবদুল আউয়াল তারেক।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090