আজ

  • বৃহস্পতিবার
  • ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

আলহাজ্ব সামছুল হক মিয়া আদর্শ একাডেমীর শিক্ষা সফর

  • দাগনভূঞা প্রতিনিধি
  • ফেনীর দাগনভূঞা উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ আলহাজ্ব সামছুল হক মিয়া আদর্শ একাডেমীর বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনভর চট্টগ্রাম ফয়েস লেক চিড়িয়াখানা ও পতেঙ্গা সমুদ্র সৈকতে হেসে খেলে উল্লাসে মেতে উঠেন ক্ষুদে শিক্ষার্থীরা।

    শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকমন্ডলীর সরব উপস্থিতিতে প্রাণবন্ত শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। সকাল ৭টায় দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের আলহাজ্ব সামছুল হক মিয়া আদর্শ একাডেমী থেকে বাসে করে রওয়ানা দেন শিক্ষার্থীরা।

    ফয়েস লেক চিড়িয়াখানা এবং পতেঙ্গা সমুদ্র সৈকতে গিয়ে বিভিন্ন রাইডস চড়ার পাশাপাশি খেলাধুলা ও খাওয়া ধাওয়া হৈ হুল্লোরে ব্যস্ত সময় পার করেন শিক্ষার্থীরা।

    বিকেলে খাবার শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    আলহাজ্ব সামছুল হক মিয়া আদর্শ একাডেমীর প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহেরের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত শিক্ষা সফরে শিক্ষক, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090