আজ

  • সোমবার
  • ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনী ন্যাশনাল কলেজে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

  • শহর প্রতিনিধি
  • স্টার লাইন গ্রুপ কর্তৃক পরিচালিত ফেনী ন্যাশনাল কলেজে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কস্থ কলেজটির একটি কক্ষে স্থাপিত কর্নারের ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।

    এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, জেলা শিক্ষা অফিসার কাজী সলিম উল্লাহ, কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সিহাব উদ্দিন আহমদ, স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন, পরিচালক মাহমুদুল হক চৌধুরী মনির, মাঈন উদ্দিন উপস্থিত ছিলেন।

    স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন জানিয়েছেন, বেসরকারি কলেজগুলোর মধ্যে ফেনীতে এই প্রথম ন্যাশনাল কলেজে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। এতে বঙ্গবন্ধুর বিভিন্ন ধরনের ছবি ও জীবনী সম্পর্কিত বই স্থান পেয়েছে। এ কর্ণারটি স্থাপন করার ফলে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু সম্পর্কে আরও ব্যাপকভাবে জানার সুযোগ হবে বলে তিনি জানান।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090