আজ

  • মঙ্গলবার
  • ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনী আর্ট স্কুলের তিন দিনের চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে বৃহস্পতিবার

  • শহর প্রতিনিধি
  • ফেনী আর্ট স্কুলের তিন দিনের চিত্র প্রদর্শনী গত বছরের মতো এবারও শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। ওইদিন বিকেল ৩টায় শহরের মিজান রোডের জেলা পরিষদের ড. সেলিম আল দীন মিলনায়তনে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।

    আগামী শনিবার প্রদর্শনী শেষ হবে। শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উম্মুক্ত থাকবে। এতে ফেনী আর্ট স্কুলের শতাধিক শিক্ষার্থীর আঁকা ছবি স্থান পেয়েছে। আবার শুক্রবার সকাল ১০টায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন রয়েছে।

    স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক, শিল্পী গোপাল দাস বলেন, গত বছরও আমরা এই প্রদর্শনীর আয়োজন করেছিলাম। তবে এবার আমরা মুজিব বর্ষ উপলক্ষে এ আয়োজন করেছি। তিনি জানান, বিভিন্ন মাধ্যমে জাতির জনকের বেশকিছু পোট্রেট এতে স্থান পাচ্ছে। গোপাল বলেন, স্কুলের শিক্ষার্থীদের মাঝে উৎসাহ বাড়াতে এবং তাদের আঁকা ছবিগুলো অভিভাবকসহ সকলের সামনে তুলে ধরতে এ আয়োজন। তিনি প্রদর্শনী ঘুরে দেখতে সবার প্রতি আহ্বান জানান।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090