ফেনীতে মাদক বিরোধী অভিযানে ৫ মাদক কারবারীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান জানান, বুধবার ভ্রাম্যমান আদালত অভিযানে বের হয়। এ সময় শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ মাদক কারবারীকে আটক করে। মাদক কারবারের অপরাধে কুমিল্লার রবিউল হকের ছেলে মো. স্বপন (২৭) কে একমাস, চট্টগ্রামের নুরুল হকের ছেলে মো. শামীম (২৮) এক মাস, নেত্রকোনার আবদুর রশিদের ছেলে মো. রেজাউল রুবেল (২৬) কে এক মাস, কিশোরগঞ্জের মো. আলীর ছেলে মো. লিটন (২৮) কে একমাস, মতলব উপজেলার আমির হোসেনের ছেলে মো. মোক্তার হোসেন (৩২) কে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন।
অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরির্দশক অমর কুমার সেন, অধিদপ্তরের উপ-পরির্দশক আবুল বাশারসহ একটি টিম উপস্থিত ছিলেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি