আজ

  • শুক্রবার
  • ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রেষ্ঠ পুলিশ অফিসার হলেন দাগনভূঞার দেলোয়ার

  • দাগনভূঞা প্রতিনিধি
  • ফেনীর শ্রেষ্ঠ পুলিশ অফিসার হলেন দাগনভূঞা থানার এএসআই মো. দেলোয়ার হোসেন। মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে পুরষ্কার তুলে দেয়া হয়।

    জানাযায়, উপজেলার চিহ্নিত সন্ত্রাসী, সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার ও গ্রেপ্তারী ওয়ারেন্ট তামিল করায় জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে মনোনিত করে জেলা পুলিশ প্রশাসন। আনুষ্ঠানিক ভাবে ওইদিন পুরষ্কার তুলে দেন জেলা পুলিশ সুপার খোন্দকার নূরন্নবী বিপিএম, পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতিয়ার রহমান, সিনিয়র সহকারি পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) নিশান চাকমা, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মো. সাইকুল আহাম্মেদ ভূঞা, সহকারি পুলিশ সুপার (ডিএসবি) মো. খালেদ হোসেনসহ ৬ থানার অফিসার ইনর্চাজবৃন্দ।

    দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম সিকদার জানান, থানার এএসআই দেলোয়ার হোসেন ইতিপূর্বে থানার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তারী ওয়ারেন্ট তামিল করায় জেলা পুলিশ প্রশাসন শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে মনোনীত করে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি


    error: Content is protected !! please contact me 01718066090