আজ

  • শনিবার
  • ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

রামপুরে চাঁদা আদায়কালে ভুয়া র‌্যাব আটক

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনী শহরের রামপুরে অভিযান চালিয়ে মোঃ ইকবাল হোসেন (৪০) নামে এক ভুয়া র‌্যাব সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে চাঁদাবাজি করার সময় তাকে আটক করে র‌্যাব। এসময় তার কাছ চাঁদাবাজির ৪৭ হাজার ৩শ ৪০ টাকার উদ্ধার করা হয়।

    ফেনীস্থ র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মো. নুরুজ্জামান জানান, চাঁদাবাজির খবর পেয়ে পৌরসভার রামপুর ভূঞা বাড়ীর সামনে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় ওই এলাকার স্থানীয়দের সহায়তায় মাতৃছায়া নামীয় ভবনের পাঁচতলার ভবনের ছাদে চাঁদা আদায়কালে ছাগলনাইয়ার দৌলতপুরের মো. শামসুল হুদার ছেলে মো. ইকবাল হোসেন (৪০) কে আটক করে। তার পরিহিত প্যান্টের পকেট হতে চাঁদাবাজির ৪৭ হাজার ৩শ ৪০ টাকার উদ্ধার করা হয়।

    স্থানীয়রা জানায়, আটক ইকবাল র‌্যাব পরিচয়ে লোকজনকে হুমকি দিয়ে অর্থ আদায়ের জন্য স্থানীয়দের উপর চাপ প্রয়োগ করত।

    মো. নুরুজ্জামান জানান, আটক ইকবাল দীর্ঘদিন ধরে র‌্যাব পরিচয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায় করত এবং চাঁদা না দিলে ক্ষতি করার হুমকি দিত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি


    error: Content is protected !! please contact me 01718066090