বাংলাদেশ জামায়াতের ইসলামী ফেনী শহর শাখার উদ্যোগে পৌরসভার ১১নং ওয়ার্ড এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারী শনিবার বিকালে মহিপাল তৈয়্যবিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাবেক ফেনী জেলা আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া।
ওয়ার্ড আমির মো. আবু তৈয়ব এর সভাপতিত্বে ও সেক্রেটারী আলমগীর হোসাইন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের পেশাজীবী বিভাগের সেক্রেটারী আবু বকর সিদ্দিক মানিক, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ.ন.ম আবদুর রহিম, ফেনী শহর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ফেনী শহর জামায়াতের সেক্রেটারী মাওলানা সামাউন হাসান ভূঁইয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফেনী শহর সভাপতি জাকির হোসেন রুবেল। সম্মেলনে বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পৃথিবীর সব স্বৈরাচারের ন্যায় আওয়ামীলীগ অর্থনীতির বুনিয়াদকে ধ্বংস করে করে দিয়েছে। শত শত কোটি টাকা লুট করেছে। তিনি জুলাই বিপ্লবে শহিদ আবু সাইদ সহ সকল শহীদ ও গত পনের বছরে দলের শত শত নেতা কর্মীদের আত্মত্যাগের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি