ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ওমরাবাদ আঞ্জুবের নেছা মহিলা মাদ্রাসা ও এতিমখানায় অভিভাবক সমাবেশ শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর ফেনী জেলার সাবেক আমির একেএম শামসুদ্দিন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা জামায়াতের সাবেক আমির এএসএম নুর নবী দুলাল, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভিপি মো. মাসুদ, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ব্যাংক কর্মকর্তা যোবায়ের বিন আহাম্মদ।
মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আবদুল মমিন শাহেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুল ওহাব, কমিটির সদস্য শহীদ উল্লাহ, বীকন মডেল কলেজের প্রভাষক আবদুল্লাহ আল-মামুন, ওমরাবাদ সমাজ পরিচালনা কমিটির সভাপতি হাফেজ নাসির উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ফজলুর রহমান, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মাওলানা তারিকুল ইসলাম, ডা. শহীদ উল্লাহ, মাস্টার আলা উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবদুর রহমান চান মিয়া, মাস্টার আলা উদ্দিন, ওমরাবাদ জামে মসজিদের খতিব মুফতি সালমান ও মাওলানা বেলাল হোসেন।
সমাবেশে বিপুল সংখ্যক অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে একেএম শামসুদ্দিন বলেন, দ্বীনি শিক্ষার জন্য এই প্রতিষ্ঠানটি এই এলাকার জন্য রহমত স্বরুপ। মরহুম মকবুল আহমদের স্বপ্ন ছিল এই প্রতিষ্ঠানটি গড়ে তোলার। তাঁর পরিবারের পক্ষ থেকে ৯০ শতাংশ জায়গা দিয়ে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হচ্ছে। ২০২২ সাল থেকে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। সকলের প্রচেষ্টায় একদিন এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মহিরূহে পরিণত হবে। এজন্য এলাকার সকল শ্রেণী পেশার ব্যক্তিবর্গকে ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান তিনি।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি