আজ

  • মঙ্গলবার
  • ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

সোনাগাজীতে ভাষা সৈনিকের পিতার নামে মাদ্রাসা ভবন উদ্বোধন

  • সোনাগাজী প্রতিনিধি
  • ফেনীর সোনাগাজী উপজেলার সওদাগরহাট মাহমুদিয়া মাদ্রাসায় ভাষা সৈনিক শামসুল হুদার বাবার নামে ‘ইদ্রিস কবিরাজ ভবন’ শনিবার বিকেলে উদ্বোধন করা হয়েছে। একুশে পদকপ্রাপ্ত ও আন্তজার্তিক মাতৃভাষা পদকপ্রাপ্ত ভাষাসৈনিক শামসুল হুদা ভবনটি উদ্বোধন করেন।

    ভাষাসৈনিক শামসুল হুদা বলেন, তাঁর পিতার স্মরণে নিজ অর্থায়নে তিনতলা ভবনটি নির্মাণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমেদ, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফি উল্লাহ, চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ফেনী প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, স্থানীয় উপমা ফাউন্ডেশনের চেয়ারম্যান রহিম উল্লাহ চৌধুরী।

    প্রসঙ্গত; ভাষা সৈনিক শামসুল হুদা সোনাগাজী উপজেলার চর চান্দিয়া গ্রামের বাসিন্দা। তিনি রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক ও আন্তজার্তিক মাতৃভাষা পদকে ভূষিত হয়েছেন। এছাড়া তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি


    error: Content is protected !! please contact me 01718066090