সচেতনতা বাড়িয়ে রক্তদাতার সংখ্যা বৃদ্ধি করতে ফেনী সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ব্লাড ডোনার্স ক্লাব এর আয়োজনে চলছে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী। শনিবার (১১ জানুয়ারি) কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী এ কর্মসূচিতে সংগঠনের আহ্বায়ক অপুর্ব আশ্চার্যসহ অন্যান্য সদস্যরা অংশ নিচ্ছে।
সংগঠনের যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন এ কর্মসূচির উদ্দেশ্য সর্ম্পকে জানাতে গিয়ে বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে সবার মাঝে রক্তদানের প্রবণতা ছড়িয়ে দেওয়া। মানব সেবার ব্রত নিয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ এর প্রভাষক আহম্মদ আলী বিভোরসহ শিক্ষকদের সহযোগিতায় ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের সমন্বয়ে আমাদের এই ব্লাড ডোনার্স ক্লাব গঠন করা হয়েছে।
তিনি বলেন, কারো রক্তের প্রয়োজন হলে আমরা সবার আগে তা পৌঁছে দেব। আমাদের এ ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে কলেজের যেসব শিক্ষার্থী রক্তের গ্রুপ জানেনা, তারা জানতে পারবে এবং ভবিষ্যতে রক্তদানে আগ্রহী হবে। কর্মসূচী সকাল ৯ টা থেকে শুরু হয়ে কলেজ ছুটি হওয়া পর্যন্ত চলবে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি