ফেনীতে র্যাব অভিযান চালিয়ে সাড়ে ৩১ লাখ টাকা মূল্যোর ইয়াবা ট্যাবলেটসহ কাভার্ড ভ্যান জব্দ করেছে। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। ১১ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভার এর নিচে ইয়াবা ট্যাবলেটসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।
ফেনীস্থ র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান জানান, র্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী কাভার্ড ভ্যান যোগে চট্টগ্রাম থেকে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকা যাচ্ছে। র্যাবের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভার এর নিচে বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করতে থাকে। এ সময় র্যাবের চেকপোস্টের দিকে আসা ঢাকাগামী কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-২০-১২১০) তল্লাশির জন্য সংকেত দেওয়ায় এক ব্যক্তি কাভার্ড ভ্যানের দরজা খুলে লাফ দেয়। র্যাব সদস্যরা ওই ব্যক্তি ও কাভার্ড ভ্যানে থাকা আরো ২জন মাদক ব্যবসায়ীসহ মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি আটক করে। আটককৃতরা হলো- লক্ষীপুরের মো. নাহিদ (২২), কুমিল্লার নাঙ্গলকোর্টের মো. আরিফ (২৩) ও চৌদ্দগ্রামের নুর হোসেন (১৮)।
আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো কাভার্ড ভ্যানের ড্রাইভিং সিটের পিছনে শপিং ব্যাগের ভিতরে বিশেষ কায়দায় লুকানো ৬ হাজার ৩শ ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৩১ লাখ ৬০ হাজার টাকা ও জব্দকৃত কাভার্ড ভ্যানের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। উদ্ধারকৃত ইয়াবা ও মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি