ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর ছয়ঘরিয়া সীমান্ত এলাকা থেকে ৪৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার রাতে অভিযান চালিয়ে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো.কামরুজ্জামান জানান, ওই রাতে ফেনী ব্যাটালিয়নের চম্পকনগর বিওপির নায়েব সুবেদার মো. ফজলুল হকের নেতৃত্বে টহলদল কর্তৃক সীমান্ত পিলার ২১৯৮/২-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছাগলনাইয়ার উত্তর ছয়ঘরিয়া নামক স্থানে অভিযান পরিচালনা করে।
এ সময় চোরাকারবারীদের ফেলে যাওয়া ৪৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের সিজার মূল্য ১৮ হাজার ৪শত টাকা।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি/এপি