আজ

  • সোমবার
  • ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

চর লক্ষ্মীগঞ্জ নাজেরিয়া ফাজিল মাদরাসার তিন দিনব্যাপী ৮৭তম বার্ষিক সভা অনুষ্ঠিত

  • সোনাগাজী প্রতিনিধি
  • সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চর লক্ষ্মীগঞ্জ নাজেরিয়া ফাজিল মাদরাসার ৮৭ তম বার্ষিক সভা ৯,১০ ও ১১ জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে।

    তিনদিন ব্যাপি উক্ত সভায় প্রথম দিন মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মিঞার সভাপতিত্বে ওয়াজ করবেন ঢাকা বংশাল মুকিম বাজার জামে মসজিদের খতিব মাওলানা মুফতী রাফি বিন মুনীর,ফুলগাজী আমিনিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খোন্দকার।

    দ্বিতীয় দিন মাদরাসা ই আলিয়া ঢাকার সাবেক অধ্যক্ষ মাওলানা প্রফেসর নূর মোহাম্মদের সভাপতিত্বে ওয়াজ করবেন ঢাকা আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব, প্রখ্যাত মুফাসসিরে কুরআন বিশিষ্ঠ কলামিস্ট,মিডিয়া ব্যাক্তিত্ব মাওলানা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহেরী জাবেরী আল-মাদানী,ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয়,বাইতুশ শরীফ জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ জোবায়ের আহমদ, কুরআন সুন্নাহ এন্ড রির্সাচ সেন্টার সিলেটের কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।

    ৩য় দিন চর মজলিশপুর ইউপি চেয়ারম্যান এম এ হোসেনের সভাপতিত্বে ওয়াজ করেন লক্ষèীপুর দারুল উলুম কামিল মাদরাসার উপধ্যক্ষ প্রখ্যাত মুফাসসিরে কুরআন ও বিশিষ্ঠ আলেমদ্বীন মাওলানা মুহাম্মদ ইছমাঈল,চাঁদপুর হাজীগঞ্জ কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিছ মাওলানা আবু নসর আশরাফী, ঢাকা পদ্মা বেক্্িরমকো টেক্্রটাইল জামে মসজিদের খতিব মাওলানা অধ্যক্ষ মফিজুল ইসলামসহ আন্তজাতিক মানের আরো বহু ওলামায়ে কেরামগন।

    মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ইলিয়াছ জানান, প্রতিদিন বাদ আছর হতে মাহফিলের বয়ান শুরু হয়।

    মাদরাসা পরিচালনা পরিষদের সদস্য আবু ইউছুপ জানান, মাহফিলে দুর দুরান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রান মুসল্লী বক্তাদের বয়ান শুনতে আসেন।

    ফেনী ট্রিবিউন/এএএম/এপি


    error: Content is protected !! please contact me 01718066090