ফেনীর দাগনভূঞা উপজেলার গজারিয়া পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের এস.এন ফুড এন্ড কনজিউমার প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড কোম্পানির (হাওয়া ব্যান্ড) শুভ উদ্বোধন আগামী সোমবার বাদ এশা হাকিম ম্যানশনে অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রায়হান। গজারিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজউদ্দৌলা, গজারিয়া ওয়ার্ডের মেম্বার আইয়ুব আলী, গজারিয়া হাইস্কুলের উদ্যোক্তা ও সমাজসেবক মো. নুর নবী, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল খালেক মিয়াধন।
এস.এন ফুড এন্ড কনজিউমার প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড কোম্পানীর স্বত্বাধিকারী সাহাব উদ্দিনের সঞ্চালনায় এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন গজারিয়া বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক একরামুল হক একরাম,
বীকন মডেল কলেজের প্রভাষক ও দীপ্ত টিভি, ডেইলি সানের রিপোর্টার আবদুল্লাহ আল-মামুন, বিকিরণ কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন। এসময় ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করবেন হাফেজ আবদুল কুদ্দুস।
এস.এন ফুড এন্ড কনজিউমার প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড কোম্পানীর স্বত্বাধিকারী সাহাব উদ্দিন বলেন, এই প্রতিষ্ঠানটি আমার এলাকার প্রতি যে বিশেষ টান, সেই চিন্তা থেকে আমি গজারিয়ায় এই অফিসটা উদ্বোধন করতে যাচ্ছি। প্রতিষ্ঠানটি আমার নয়, এলাকার সকল মানুষের। আপনাদের সকলের সহযোগিতা প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যেতে চাই।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি