আজ

  • মঙ্গলবার
  • ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

  • শহর প্রতিনিধি
  • সত্য-বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আস্থা ও বিশ্বাস সহ দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র সমুন্নত রাখতে কাজ করে যাচ্ছে প্রথম আলো। একই সঙ্গে পত্রিকাটি সত্যকে জাগিয়ে তুলতে অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে কালজয়ীর ভূমিকা পালন করছে।
    গত ২৬ বছর ধরে সাহস নিয়ে একটি সত্যিকারের বাংলাদেশ বিনির্মানে কাজ করে চলেছে দৈনিক প্রথম আলো।
    প্রথম আলো সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ট ও সততা ধরে রেখেছে।সাহস নিয়ে সত্য উন্মোচন করছে বলেই আজ দেশের শীর্ষস্থান ধরে রেখেছে প্রথম আলো।

    বস্তুনিষ্ট সংবাদ ছাড়াও প্রথম আলো সামাজিক কর্মকান্ডেও অগ্রনী ভূমিকা রয়েছে। এছাড়া সাম্প্রদায়িকতা, মৌলবাদ,জঙ্গীবাদ ও দূর্ণীতির বিরুদ্ধে শুরু থেকেই সত্যনিষ্ট সংবাদ পরিবেশন করে আসছে এই পত্রিকা।

    ‘জেগেছে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফেনীতে কেক কাটা ও বর্ণাঢ্য আয়োজনে জনপ্রিয় জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকার ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

    শনিবার বিকেলে শহরের মিজান রোডের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে প্রথম আলো ফেনী বন্ধুসভার উপদেষ্ঠা অধ্যক্ষ আবদুল হালিমের সভাপতিত্বে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য দেন ফেনী ইউনির্ভাসিটির কোষাধ্যক্ষ অধ্যাপক তায়বুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল মোতালেব, নোয়াখালী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মলয় কান্তি চক্রবর্তী, ফেনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন মিলন, ফেনীর জৈষ্ঠ্য আইনজীবি ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর হোসেন মীরু, বিশিষ্ট ব্যবসায়ী ও ফেনী চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি জাফর উদ্দিন, সুশানের জন্য নাগরিক সুজনের ফেনী জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী, ফেনীর সামাজিক সংগঠন বন্ধুর বন্ধনের সভাপতি সাফায়েত উল্যাহ, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক সুশান্ত বড়ুয়া, প্রথম আলো পাঠকদের পক্ষে সমর দাস।

    ফেনী বন্ধুসভার সভাপতি বিজয় নাথ ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর ফেনী প্রতিনিধি আবু তাহের।

    অনুষ্ঠানের শুরুতে বন্ধুসভার সদস্যদের সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পী ও বন্ধুসভার সদস্যরা দেশাত্ববোধক সংগীত পরিবেশন করে।

    প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ফেনীতে কর্মরত গণমাধ্যম কর্মী, ফেনী বন্ধুসভার সদস্যবৃন্দ ও সাংস্কৃতিক কর্মীসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।

    প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কয়েকদিন আগে শহরের একটি বিদ্যালয়ে মাদক বিরোধী কর্মসূচি পালন করা হয়।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090