আজ

  • শনিবার
  • ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনী আইনজীবী সমিতির এক কোটি ৮৫ লাখ টাকার ঋণ মওকুফ

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনী জেলার আইনজীবী সমিতির এক সাধারণ সভা সমিরিত কার্যালয়ে সোমবার অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে করোনা সংকটে আইনজীবী সমিতির সদস্যদের মাঝে বিতরণকৃত প্রায় এক কোটি ৮৫ লাখ টাকা ঋণ সম্পূর্ণ মওকুফ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

    আইনজীবী সমিতির সভাপতি শাহাব উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সিনিয়র সদস্য আবুল কাশেম (সিনিয়র), ফরিদ আহাম্মদ হাজারী, মেজবাহ উদ্দিন খাঁন, আনোয়ারুল করিম ফারুক, রসিক শেখর ভৌমিক ও ইউসুফ আলমগীর প্রমুখ।

    এসময় আইনজীবী সমিতির কার্যকরী কমিটির কর্মকর্তা ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

    সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, করোনা সংকটে আইনজীবী সমিতির সদস্যদের মাঝে বিতরণকৃত প্রায় এক কোটি ৮৫ লাখ টাকা ঋণ সম্পূর্ণ মওকুফ করা হবে। আইনজীবী সমিতির এধরনের যুগোপযোগী ও প্রশংসনীয় সিদ্ধান্তকে সাধুবাদ জানান সকলে।

    ফেনী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী সমিতির সাধারণ সভায় করোনা সংকটে আইনজীবী সমিতির সদস্যদের মাঝে বিতরণকৃত প্রায় এক কোটি ৮৫ লাখ টাকা ঋণ সম্পূর্ণ মওকুফ করার সিদ্ধান্ত গৃহীত হওয়ার তথ্য নিশ্চিত করেন।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090