ফেনীতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা ইউনিট কমান্ড কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে শেখ জুলফিকার আলী ভুট্টূকে সভাপতি, সাইফুল আলম হিরন সহ-সভাপতি ও মোহাম্মদ ইদ্রিস আলীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সোমবার ৯ সেপ্টেম্বার রাতে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এক মতবিনিময় সভার মাধ্যেমে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অপরাপর নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি মোশাররফ হোসেন ভূঁঞা, সাইফুল আলম হিরন ও সাইফুল্লাহ সৌরজ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রাজিব হাসান ও ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুল কবির চৌধুরী, কোষাধ্যক্ষ সম্পাদক মুহাম্মদ জাকির হোসেন, দপ্তর সম্পাদক গোলাম সারওয়ার সোহাগ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওসমান গণি রাসেল, সমবায় ও প্রকল্প সম্পাদক মোঃ ইব্রাহীম, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক জহির উদ্দিন মজুমদার মামুন, তথ্য ও গবেষণা সম্পাদক আসাদুজ্জামান দারা, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক ইফতেখার উদ্দিন মিশু খান, সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুর রহমান, শ্রম ও জনশক্তি সম্পাদক মফিজুর রহমান, আইন হিসাব ও নিরীক্ষা সম্পাদক এডভোকেট আবদুর রহিম মামুন, শিক্ষা, পাঠাগার ও মিলনায়তন সম্পাদক জাফর উদ্দিন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ সম্পাদক আবু সাইদ মো. কামরুজ্জামান, যুদ্ধাহত ও শহীদ পরিবার সম্পাদক আবুল কাশেম।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি