আজ

  • মঙ্গলবার
  • ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বনে মাটি কেটে মৎস্য চাষ ও দখল : ফেনীতে বন কর্মকর্তার মামলায় কারাগারে পাঁচজন

  • নিজস্ব প্রতিনিধি
  • ফেনীর সামাজিক বন বিভাগের ভূমি জবর দখল ও মাটি কেটে মৎস্য চাষের অভিযোগের তিন মামলায় সোনাগাজী উপজেলার তিনজন ও পরশুরামের দুইজন সহ পাঁচ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (বন আদালত) মুহাম্মদ আশেকুর রহমান।

    ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে তারা আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠায়।

    সামাজিক বন বিভাগ সূত্র জানায়, বিলোনিয়া বিটের মহেশ পুস্করনী মৌজার সরকারি সংরক্ষিত বনে মাটি কেটে পুকুর তৈরি করে মৎস্য চাষ করায় পরশুরাম উপজেলা রেঞ্জ কর্মকর্তা আবু নাসের জিয়াউর রহমান এর দায়ের করা মামলায় মো. আলমগীর হোসেন ও আফজল হোসেন নামের দুই ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করা হয়।

    অপরদিকে সোনাগাজী উপজেলার চর আব্দুল্লাহ বিটে জবর দখল করে ভূমির আকৃতি পরিবর্তন ও মৎস্য চাষ করায় বিট কর্মকর্তা মামুন মিয়ার দায়ের করা মামলায় রাসেল আমিন ও দেলোয়ার হোসেনকে জেল হাজতে প্রেরণ করা হয়।

    এছাড়া সোনাগাজীর বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজার এলাকায় সামাজিক বনায়নের গাছ কেটে মাটি ভরাট করায় মাহবুবুল হক মাবু নামে একজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    ফেনী সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা বাবুল ভৌমিক সামাজিক বন বিভাগের ভূমি জবর দখল ও মাটি কেটে মৎস্য চাষের মামলায় পাঁচ জনকে কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090