ফেনীর মুক্তিযুদ্ধ, অর্থনীতি,রাজনীতি, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রেখে যাওয়া জেলার কৃতি সন্তানদের কর্মময় জীবনী নিয়ে লেখক ও গবেষক এবিএম নিজাম উদ্দিনের সম্পাদনায় প্রকাশিত হয়েছে “ফেনীর মনীষী ” বই।
ফেনীর সাংবাদিক এবিএম নিজাম উদ্দিনের লেখা তৃতীয় বই এটি। এর আগে তার সম্পাদিত “স্বর্ণালী ফেনী” ও “ছাগলনাইয়ার সংযোগ আয়না ” গ্রন্থ দুটি পাঠক মহলে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তারই ধারাবাহিকতায় বাজারে আসছে জেলার কৃতি সন্তানদের নিয়ে লেখা আরেকটি ভিন্ন ধারার গ্রন্থ “ফেনীর মনীষী “।
যে বইয়ে মূলত তিনি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ইতিহাস, মুক্তিযুদ্ধে জেলার বীর যোদ্ধাদের বীরত্বগাথা অবদানের ইতিহাস, জেলার রাজনৈতিক অঙ্গনের সাবেক ও বর্তমান জনপ্রিয় ব্যক্তিত্বের জীবনী, জনপ্রতিনিধি, দেশের বিভিন্ন পর্যায়ে সরকারি ও বেসরকারী বর্তমান ও অবসরপ্রাপ্ত চাকুরীজীবী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবী ব্যক্তিদের জীবনী তুলে ধরার চেষ্টা করেছেন। শীঘ্রই বইটির মোড়ক উন্মোচন হতে চলছে।
ফেনী ট্রিবিউন/এএএম/এটি