আজ

  • শনিবার
  • ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কাতারে দুই প্রতারক মাসুদ ও মনিরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • কাতার প্রতিনিধি
  • কাতারে ব্যবসায়ীক অংশীদারের প্রলোভন দেখিয়ে নোয়াখালী জেলার কবিরহাট থানার ভাটাইয়া গ্রামের আহমদ উল্লার ছেলে কামরুল হাসান মাসুদ ও ফেনী জেলার দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের পেটু রশিদের ছেলে মনিরুজ্জামান ৭৫ হাজার কাতারী রিয়াল নিয়ে আত্মগোপনে চলে যায়। ভুক্তভোগীরা হলেন- গিয়াস উদ্দিন, কামরুল হাসান ও নজরুল ইসলাম সহ আরও কয়েকজন।

    ভুক্তভোগীগণ এনিয়ে গতকাল বুধবার কাতারের রাজধানী দোহার একটি হল রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

    সংবাদ সম্মেলনে ভুক্তভোগীগণ বলেন, মাসুদ ও মনির আমাদেরকে ব্যবসায়ীক অংশীদার করবে বলে আমাদের কাছ থেকে টাকা নিয়ে আত্মগোপনে চলে যায়। আমাদের টাকা উদ্ধারে বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপ কামনা করে একটি দরখাস্ত দিয়েছি। সে সাথে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

    সংবাদ সম্মেলনে ভুক্তভোগীগণ ছাড়াও আরও উপস্থিত ছিলেন কাতারস্থ ফেনী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মেম্বার, কমিউনিটি নেতা মোকাররম আলী চৌধুরী, হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন রনি ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।

    প্রতারণার অভিযোগ বিষয়ে জানতে কামরুল হাসান মাসুদ ও মনিরুজ্জামান সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

    ফেনী ট্রিবিউন/এএএম/এটি


    error: Content is protected !! please contact me 01718066090